আক্ষেপ
আয়েশা আহমদ জাহান আঁখি
জীবনটা যদি আবার নতুন করে শুরু করতে পারতাম,
তবে নিজেকে নিজের জীবনকে শুধরিয়ে নিতাম,
শুধু সবাইকে ভালোবেসেছি, আদর, মায়ায় বেঁধেছি।
মাঝে মধ্যে একটু শাসন জরুরি ছিল,
শক্তভাবে কিছু সিদ্ধান্ত নিজে নিতে হতো,
তাহলে জীবনে কষ্ট, দুঃখটা কম হতো।
ভালোবাসায় ভিজে নয়,
সুবিন্যস্ত সঠিক মতই প্রকাশ করতে হয়।
কিছুটা আবেগ কমিয়ে বিবেককে জাগ্রত করতে হতো,
তবে জীবনের আনন্দ ছন্দ স্থায়ী হতো,
হৃদয়টা টালমটাল হতো না,
একতরফা ভালোবেসে নিজেই কষ্টটা কুড়াতে হতো না,
অপর প্রান্তের মানুষের মন ও একটু হলে ও সিক্ত হতো,
ভালোবাসার মায়ায় জড়িয়ে বেঁধে রাখতো হৃদয়ের আদর
সুন্দর সুখী একটা স্বপ্নের নীড়ে বাস করতাম,
কোন পিছুটান দোটানায় আটকে থাকতো না মন।
আরেক জনম পেলে শুরুটা নির্ভুল এবং
সতেজতায় ভরিয়ে সুখানুভব করতো প্রাণ।
দুজন দুজনের অনুভবে অনুরাগের ছোঁয়ায় কাটাতো
জনম জনম যুগ থেকে যুগান্তর অন্তকাল প্রিয় হে,
নবরূপে নব ধরায় সিক্ত করে জড়িয়ে রবো
শুধু দুজন দুজনেরে ভালোবাসায় অনাদিকাল।
যদি আরেক জনম তোমায় কাছে পাই
শুধরিয়ে নিতাম ভালোবাসার ভুলগুলো।
দ্বিধাগুলো ইগো সরিয়ে,
মনের কথাগুলো খোলা মনে বলে
নির্ভেজাল জীবনের নীড় সাজাতাম
শুধুই তোমার আর আমার।