৪৪৭ বার পড়া হয়েছে
অলসতা
(তরু তালুকদার)
১১/১২/২০২১
কাল করবে বলে কাজটি রেখে দিলে আজ,
কালকে করা হবে নাতো তোমার সেই কাজ।
আজকের কাজ অলসতায় রেখে দিলে কেনো?
আগামীতে আরো কাজ জমা হবে জেনো।
রেখে দেয়া কাজগুলো তাই বাড়বে দিনে দিনে,
বিন্দুর জল সাগর হবে তোমায় নাহি চিনে।
পাহাড় সম হবে তোমার জমে রাখা সব কাজ,
করতে গিয়ে বুঝবে তখন মাথায় পড়বে বাজ।
তোমার কাজের সাথী ছিলেন এতোদিন যারা,
কাজের মাঝে এগিয়ে গেছেন এখন নেই তারা।
দশের মাঝে আছে যা — তোমার মাঝেও তা,
পিছিয়ে যাওয়ার কারণ হচ্ছে — তোমার অলসতা।
সময়ের কাজ সময়েই করো — ঠেকবে না কোনোদিন,
সকল কাজেই সুফল পাবে, হবে না কোনো ঋণ।