প্রতিবিম্ব প্রকাশ-এর স্টল নম্বর: ৫৭৮ (সোহরাওয়ার্দী উদ্যান চত্বর)
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আগামী ০১ ফেব্রুয়ারি ২০২৩ থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বই মেলা-২০২৩। গত বছরের মত এইবারও স্টল থাকবে বাংলা একাডেমি চত্বর এবং সোহরাওয়ার্দী উদ্যান এলাকায়।
প্রতিবছরের মত এইবারও থাকবে নতুন বইয়ের মোড়ক উন্মোচনের মঞ্চ:
নতুন বইয়ের মোড়ক উন্মোচন করতে হলে পূর্বে বাংলা একাডেমি প্রাঙ্গণের তথ্যকেন্দ্রের নির্ধারিত ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ ব্যতিরেকে মোড়ক উন্মোচন করা যায় না। সিরিয়াল অনুযায়ী মোড়ক উন্মোচন করতে হয়। মোড়ক উন্মোচন কেবল নির্ধারিত স্থানেই করতে হয়। তথ্যকেন্দ্র থেকে যথারীতি মোড়ক উন্মোচনের ঘোষণা প্রচার করা হয়।
লেখক বলছি মঞ্চ লেখকদের জন্যে আরো একটি বাড়তি সুবিধা:
বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত লেখক বলছি মঞ্চে নির্বাচিত লেখকগণ তাঁদের সদ্যপ্রকাশিত বই নিয়ে পাঠকের মুখোমুখি হওয়ার সুযোগ পাবেন। একজন লেখকের জন্য সময় থাকে ২০ মিনিট। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই মঞ্চের কার্যক্রম চলে। অংশগ্রহণে যাঁরা ইচ্ছুক তাঁরা তথ্যকেন্দ্রে যোগাযোগ করে নিশ্চিত হতে পারবেন।
মেলায় থাকে বাহারি খাবার হোটেল, পুরুষ-মহিলাদের জন্যে পৃথক শৈচাগার ব্যবস্থা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও মেলায় থাকে শিশুদের আলাদা বিনোদনের ব্যবস্থা এবং আলাদা বইয়ের দোকান, শিশু কর্ণার ইত্যাদি।
সবাইকে প্রতিবিম্ব প্রকাশের স্টলে আমন্ত্রণ:
____________________________
প্রতিবিম্ব প্রকাশ-এর স্টল নম্বর: ৫৭৮ (সোহরাওয়ার্দী উদ্যান চত্বর)
যেকোনো যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯
এছাড়াও : বাড়ি: ০১, সড়ক: ১৪/বি, সেক্টর:০৪, উত্তরা, ঢাকা-১২৩০।
২ Comments
tremendous
thanks