১৫১ বার পড়া হয়েছে
অপেক্ষা করো পূর্ণিমার।
(ফাতিমা আফরোজ সোহেলী)
(ফাতিমা আফরোজ সোহেলী)
২০/১২/২১
চাঁদ দেখতে তুমি চাঁদের দিকেই তাকাও,
জোছনায় ভিজতে অপেক্ষা করো পূর্ণিমার
জোয়ারের জল দেখতে তাকাও
ভাটা শেষের সময়ে নদীর বাঁকে।
উত্তরের হাওয়ায় ভেজো শীতের বাসরে
আর শুদ্ধ স্নানের জন্য দাঁড়াও বর্ষায়।
সবার মতোই তুমি পেঁজা তুলোর মতো মেঘ দেখো আকাশে
বাতাসে পাও প্রেমের স্বাদ।
ওর সবই যেন তোমার, ভেবে নাও সান্তনায়।
আর তোমাকে?
পাও কোথায়?
কোথায় তোমার নিজ আকাশ,
ভাবনার আলো।
কোথায় তরংগায়ীত অধীর,
মননের অসীম প্রেম নদী
কোথায়, কোথায় রাখো তারে?
কোথায় আঁকো তারে,
তুমি কোথায় দেখো তারে?
তোমারে?
পথের মতো তুমি পথে পথে পথ দেখো
কেবল নিজেকে দেখতে আসোনা নিজের আয়নায়।
যদিও বা আসো
চোখ দুটো পকেটে এঁটে
বোধটুকু কেটে ছেঁটে
উপহাস রেখে যাও নিজের ছায়ায়।