অপেক্ষার প্রহর
মনজুলা জাহান
এলোমেলো ভাবনা —
মন তো খুঁজে পায়না
আজ মনের ঠিকানা —
তবু্ও খুঁজে- কেন খুঁজে
কিছুই তার নেই জানা ।
রোজ খুঁজে — চেতনে অবচেতনে
এলোমেলো ভাবনা তে —
হাজার রকম চিন্তাতে
সকাল দুপুর সন্ধ্যাতে
হেমন্তের শিশিরে —
মনের কোণে জমিয়ে রাখা স্মৃতিতে
জানি সে আসবে না —
মনের গভীরে বেদনা জাগিয়ে
চলে গেছে সে ওপারে —
তবু্ও খুঁজে ।
স্মৃতিগুলো আগলে রেখেছি —
যদি নিভে যায় জীবনের সব আলো
মধুময় স্মৃতির কণা দিয়ে
জীবনের প্রদীপখানি জ্বলাবো বলে ।
আঁধার কেটে যাবে
প্রদীপের শিখায় মুছে যাবে সব কালো,
যদি রোদ ঝলমলে দিন আসে ফিরে
তাকেই দু’হাতে বরণ করে
একটু ভালোবাসবো বলে ।
জীবন নদীর জোয়ার ভাটায়
ক্ষণে ক্ষণে রং বদলায়
মাঝে মাঝে থমকে দাঁড়ায়
খনিক হারায় পথ,
পথের মধ্যে আটকে আছি আমি
জানি না কোন পথে যাবো ।
নীল আকাশে মেঘে ভেলা ,
গোধূলি বেলায়ই রঙের মেলা,
আমি বসে আছি আনমনে বালুকাবেলায়,
এভাবেই দিন শেষে সন্ধ্যা ঘনিয়ে আসে
তাঁরাদের সাথে করি স্বপ্ন দেয়া-নেয়া,
তৃষিত এই মন ব্যাকুল হৃদয়
অপেক্ষার প্রহর গুনে পড়ন্তবেলা।