২০২৪ জুলাই মাস
মোঃ মিজানুর রহমান
জুলাই মাসে ফিরে এল ঐ বায়ান্ন’র মত ডাক
যেন মুহূর্তে রাস্তা কোণ ভরাট ছাত্র-জনতা লাখো- লাখ।।
কা’র মুখে নেই হাসি, তবে মুক্তির শ্লোগান
মুখরিত ওরা সবি সত্যের জয় হোক যদি যাক তাজা প্রাণ।।
আজি নেই কোন বাঁধা মানিবার পথ তোরা সবি চলি
গোটা শহর গেড়াও ভরাট মিছিলে ঐক্য’র এক বুলি।।
ছাএ-জনতা বৈষম্য র আধিপত্য না’ক চায় আর
একি জনতা বহর বাড়ল প্রবল জোয়ার।।
জুলাই-আগস্ট মাস ভয়ংকর চব্বিশ সাল
বৈষম্য র মুক্তি সরকার পতন আজি ছাত্র- জনতা উওাল।।
কঠোর হুশিয়ারি এই বার হরতালে
কোন ভেদাভেদ নেই নামিছে জনতা সবে মিলে।।
জুলাই এর পর আগস্ট আবারো মুক্তির ডাক ওঠে
চলে যায় তাজা- তাজা প্রাণ রক্তের ফুল ফোটে।।
শ্লোগান চলে ভাই- বোনের মুক্তি রক্তের নিব বদলা
ভয় করি না’ক যাক তাজা প্রাণ জোড়া হালা- হালা।।
মুখরিত ওরা কণ্ঠে বলে আমাদের নেই ক্ষয়
আমার রক্তে ফিরে যদি আবারো চব্বিশে জয়।।
এক সাইদের প্রাণে ছাএদের জীবনে নামিছে কুয়াশা ময়
শত সাইদের রক্তে বদলা নিব মাথা নথ করিবার নয়।।