স্বপ্ন
– মুহাম্মদ মাসুম বিল্লাহ
স্বপ্ন আঁকো হৃদয় মাঝে
স্বপ্ন আঁকো বুকে
সহজ সরল স্বপ্ন নিয়ে
থেকো তুমি সুখে।
স্বপ্নগুলো হয় না যেন
কঠিন এবং গরল
বরং তোমার স্বপ্নেরা হোক
শুভ্র এবং তরল।
দু’চোখ ভরে স্বপ্ন দেখা
দোষের কিছু নয়
এ পি জে আব্দুল কালাম
বলেছেন মহাশয়।
স্বপ্নে বাঁচো স্বপ্নে গড়ো
বাস্তবে দাও রূপ
স্বপ্নেরা তাই হয় না যেন
ভীষণ রকম চুপ!
কাজের মাঝেও স্বপ্ন আঁকো
হোক না যতই ছোটো
গন্তব্যে নিতে পারে
ছোট্ট টাকার নোটও।
স্বপ্ন দেখতে ধনী গরিব
নয়কো ভেদাভেদ
মনটি যার বিশাল বড়
নাই রে অনুচ্ছেদ!
স্বপ্নে ভেজাও মনেরও কোণ
স্বপ্নে ভেজাও অঙ্গ
স্বপ্নগুলো আঁকতে গিয়ে
করো না জিদ ভঙ্গ!
আকাশসম স্বপ্ন দেখো
বাজিয়ে সুখের বীণ
স্বপ্ন ভঙ্গ করায় যারা
ওরাই অর্বাচীন।
আজকে যারা ছাত্র-ছাত্রী
স্বপ্ন দেখো ঢের
বড় তোমায় হতেই হবে
চেয়ে অতীতের।
অতীত তোমায় ছাপিয়ে যেতে
প্রত্যয়ই হও আগে
স্বপ্ন; তোমায় ফোটাবে ফুল
আরব মরুবাগে।
স্বপ্নের সেতু পদ্মা সেতু
হলো বাংলাদেশে
প্রত্যয় ও স্বপ্ন ছিলো
পরম ভালোবেসে।
মেট্রোরেলও আরেক স্বপ্ন
বাস্তবে তা হলো
স্বপ্ন দেখায় হয় না যেন
আঁখি টলমল।
স্বপ্নের জয় এভাবেই হয়
জেনেছে যেই জন
বিজয়ী হয়েছে মহা উল্লাসে
ছিল যে ভালো মন!
সফল হওয়ার পূর্ব শর্ত
স্বপ্ন সাজাও মনে
উঠবে বেড়ে স্বপ্নেরা সব
প্রতিদিন প্রতি ক্ষণে।
স্বপ্ন ভিড়াও নিজের ঘাটে
স্বপ্ন করো চাষ
স্বপ্ন দেখো ইচ্ছে মত
দেখো বার মাস।
স্বপ্ন দেখা তারই সাজে
হিম্মত আছে যার
স্বপ্নের কথা ব্যাখ্যা করছি
তাই তো বারংবার।
মিশরের রাজা আজিজ মিছির
স্বপ্ন দেখে রাতে
ইউসুফ নবীর কাছে গেলেন
দ্রুত প্রভাতে।
স্বপ্নের ব্যাখ্যা শুনে অবাক
হলেন রাজা নিজে
পান নি ভেবে ব্যাকুল হয়ে
করবেন তিনি কি যে!
অবশেষে ইউসুফ নবী
বাতলে দিলেন পথ
৭টি বছর অনাহারে ছিল
শুকনো হলো রথ।
বিশ্বনবীও দেখেছেন স্বপ্ন
যাকে বলা যায় ওহী
স্বপ্নের কথা আছে অনেক
কিভাবে বলো কহি!
নবীগণ ও রাসুলগণ
স্বপ্ন দেখেছেন সবে
স্বপ্ন ছাড়া মরীচিকা সবই
আমাদের এই ভবে।
আকাশসম স্বপ্ন দেখো
বিজয় লাভের জন্য
নিজেকে ভেবো নাকো
অতিশয় নগণ্য।
স্বপ্ন ছাড়া সফলকাম
হবে না কো কভূ
স্বপ্ন দেখে ভরসা করো
ডাকো মহান প্রভু।
আল্লাহ চাইলে পূরণ হবে
তোমার স্বপ্নগুলো
নিয়ত ছহি হলেই তখন
উৎরে যাবে ভুলও।
আসুন তবে স্বপ্ন দেখি
নিজের মত করে
গভীরভাবে স্বপ্ন দেখি
নয়কো অবসরে।
রচনা: চলন্ত বাসে পল্টন টু উত্তরা।
১ Comment
অভিনন্দন