হৃদয় মন্দ্র
মোঃ দারুসছালাম রুবেল
ফিরে আসনি আর,
দেখনি এ বুকে ক্ষতের গভীরতা,
পিছু ফিরে চাওনি একটি বার।
শতো ডাকেও শুনতে পাওনি
আঁতখরা হৃদয়ের গম্ভীর ধ্বনি;
কী গভীর বধীর চিত্যকর্ণ তোমার !
পিছু ফিরে চাওনি একটি বার।
এক আম কুড়ানো বৈশাখী দিনে,
মিটেছে পিয়াস তৃপ্ত নয়নে;
এলো চুলে দেখে তোমায় হৃদয় নির্বিকার !
তুমি এসেছিলে চুপিসারে,
বসন্তের পাপড়ি-ফুলের ঘাণান্তরে;
ঘুঁচিয়ে জীবনের সকল অন্ধকার।
পিছু ফিরে চাওনি একটি বার।
বলেছিলে প্রেম দেবে,
বুকভরা বিশ্বাস দিবে;
ভরাবে হৃদয় অমৃত প্রেম সুধায়।
অবিশ্বাসের দর্শনে,
বিশ্বাস গিয়েছে চলে সংগোপনে;
পুড়ে ছারখার মন প্রেমেরি ক্ষুধায়।
পিছু ফিরে চাওনি একটি বার।
অভিমানের মূল্য,
করে তুচ্ছ তাচ্ছিল্য;
তোমার প্রেমে আপনাকে করেছি বিলীন।
বিনিময়ে বিরহই প্রতিদান,
এ সুখেই স্বর্গের সোপান;
ভালোবেসে শুধিতে চেয়েছি তোমার প্রেমের ঋণ।
তবু পিছু ফিরে চাওনি একটি বার।
পদ্মা মেঘনার প্রেম যে পথে,
কভূও হয় না মিলন একসাথে।
তাইতো রিক্ত হাতে ফিরিয়েছ বারেবার।
তুমি হেঁটেছৈ পাপড়ি বিছানো পথে,
যেথায় স্নিগ্ধ পূর্ণিমা চলে সাথে;
দেখনি ভস্ম হৃদয়ের হাহাকার !
পিছু ফিরে চাওনি একটি বার।
এ যাতনার বিভীষণ ফিরে দেখনি,
তুমি দেখনি চোখ মেলে একটিবার;
ফিরে আসনি প্রিয়,
দেখনি এ বুকে ক্ষতের গভীরতা !
পিছু ফিরে চাওনি একটি বার।।