হয়তো কোনোদিন
তসলিমা হাসান
তোমায় এক পলক দেখবো বলে
কত সহস্রাব্দী ধরে করছি অপেক্ষা
শ্রুতিমধুর শব্দ ও ছন্দের পংক্তিতে
সাজিয়েছি অজস্র প্রেমের কবিতা।
তোমার আঁখি পল্লবে হারাবো বলে
বিনিদ্রায় কাটিয়েছি তিমির রাত্রি
স্বপ্নের খেয়ায় ভেসে দ্বিধাহীন ভাবে
হয়েছি গন্তব্যহীন পথের যাত্রী।
তোমার পাশাপাশি বসবো বলেই
ভালোবাসি আঁকাবাঁকা পাহাড়ি নদী
আমিও নদীর মতো তোমার পানে
এঁকেবেঁকে বয়ে চলেছি নিরবধি।
তোমার আলতো স্পর্শ পেলেই
অঝোরে ঝরবে অভিমানের বৃষ্টি
অশ্রুধারায় সেদিন সিক্ত হবে
যেনো সহস্র বছরের তৃষিত দৃষ্টি।
হয়তো কোনোদিন তুমিও এভাবে
ঐ নক্ষত্রের ভীড়ে আমায় খুঁজবে
নক্ষত্রের মাঝে জ্বলবো মিটিমিটি
দূরে থাকার কষ্টটা সেদিন বুঝবে।
_____________
তসলিমা হাসান
কানাডা,০৯-০১-২০২৩
১ Comment
জীবন ও মরণের সীমানা ছাড়ায়ে ,বন্ধু যে তুমি রয়েছো দাঁড়ায়ে। হে মোর হৃদয়ের গভীরে গহনে, তোমারি মহাশয় আলোতে ঢাকা সে।