স্মৃতি বিস্মৃতিতে এক কাপ চা
কানিজ সাপি
প্রতিবারের মতোই এবারেও খুব ইচ্ছে হচ্ছে বৃষ্টির জলে ভাসি
ভালোবাসার চৈতন্যে
তিনশ ফিট রাস্তার পাশের টঙঘরের চায়ের চুমুকে
বৃষ্টির ফোঁটার নোনতা তৃপ্তিটা এখনও মেঘলা সমুদ্রে ভাসছে
দুই শহরের বাসিন্দা আমরা দুজনে হলাম এই আষাঢ়ের শুরুতে
আকাশ ভরা বৃষ্টি আমার শহরে,
তোমার শহর ভাসছে অস্বাভাবিক অবিরাম বৃষ্টি আর বানের জলের স্রোতে
কতদিন চলবে ঘুরেফিরে ঘনমেঘ বৃষ্টির উতরোল
যেভাবে শহরে পানি বাড়ছে গৃহহীন হয়ে
যানবাহন চলা মুশকিল
এক পিতাকে দেখলে তিনটা বাচ্চা নিয়ে বুক সমান
পানিতে বাঁচা মরার লড়াইয়ে,
কেউ ভাসিয়ে দিয়েছে বাচ্চা ভাতের পাতিলে
ভাঙা রাস্তায় রক্তারক্তি অবস্থা জেনেও
ছুটলে নিজ শহরের মানুষগুলোর পাশে দাঁড়াতে
প্রথম আষাঢ়ের অস্থির বর্ষনেই বুঝেছিলাম এমনই একটা অবস্থা হবে
তুমি ছাড়া আমার আলোকিত শহরেও অমাবস্যা দেখি
একটা ক্লান্তিকর অনুভূতি বুকের মাঝখানে
সন্ধ্যা হলেই মনখারাপটা জাপটে ধরে আর পুরনো বিষণ্ণতা বোধটা যেটা তোমার মোহমায়ায় হয়েছিল নির্মূল
কয়েকদিন থেকে এক শূন্যতায় প্রতিমুহূর্তে ভাসতে
থাকি জলের স্রোতে স্মৃতি বিস্মৃতিতে
অনাকাঙ্ক্ষিত সময়টা মৃত্তিকার নাভিমূল থেকে হোক উচ্ছেদ,
খুব ভিজব দুজনে কদম তলায় চা মামার টঙঘরের চা হাতে।
১ Comment
congratulations