১৬২ বার পড়া হয়েছে
স্বার্থের দুনিয়া
শাহী সবুর
মানুষ ভরা পৃথিবীতে
ভালো মানুষ পাইনি খুঁজে,
ভালো মানুষ পেতে আমি
কোথায় যাবো পাই না বুঝে।
স্বার্থ ছাড়া কেউ চলে না
সবাই আসে স্বার্থ নিতে,
সবার কাছে ভালো থাকি
যদি পারি স্বার্থ দিতে।
স্বার্থ যখন পেয়ে যায় সে
কেটে পড়ে ধীরে ধীরে,
বিনা স্বার্থে আমার কাছে
কেউ আসে না আবার ফিরে।
বন্ধু বলো সজন বলো
সবাই ঘোরে স্বার্থের পিছে,
স্বার্থে যদি কম পড়ে যায়
তোমার ভালোবাসা মিছে।।