“স্বপ্ন বুনন”
পিংকি দে
আমার সম্মুখে দিগন্ত প্লাবিত ফসল,
তারি আলপথে দিবা রাত্র সর্তক পাহারারত আমি।
দিবা রাত্র সবুজ ডগায় স্বপ্নের রং ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছি অনবরত।
আদরে, আবদারে, আহ্লাদে প্রেমে, ভালবাসায়।
ফসলে গায়ে সবুজে কোমলে
স্বপ্ন বুনে চলেছি।
দীর্ঘ অপেক্ষায়, প্রগাঢ় উন্মত্ততায় কেবল সোনালি আবরণের প্রতীক্ষা।
মাটির সোঁদা গন্ধে প্রণয়ের তীব্রতা,
সবুজের উদ্দীপ্ত অনুভব
স্বপ্নময় অনুভূতিকে আরো প্রানবন্ততায় জীবন্ত করে তোলে।
সেই আবেশে সঞ্জীবনী সুধায়
আমি হয়ে উঠি চিরচঞ্চল।।
তোমার উদ্দাম প্রেমের উন্মত্ত ব্যাকুলতায় সোনালি রঙ আরো বর্ণিলতায় ছেয়ে যায়,
আর আমি নেচে উঠি সোনালি ফসলের গানে।।
কখন অগ্রহায়ণে হবে নবান্ন উৎসব?
সোনালি ফসলের অবিরাম স্নানে হবে
আমার দীপ্ত অবগাহন।
সেই প্রতীক্ষিত অপেক্ষায় স্বপ্ন আজ স্বপ্নময়,
মনের দিগন্তপ্লাবিত আজ ভালবাসার উষ্ণতায়।
আমার উঠোন জুড়ে ব্যাকুলতা
সেই ফসলের,
যেখানে মিশে আছে আমার তীব্র আকুলতা।
ফসলের নানা রঙে, নানা গন্ধে
প্রণয়ের স্বাদ আরো সজীবতায় ভরে যায়,
মিলনের উন্মত্ততা নতুন উন্মাদনায় দিশা খুঁজে পায়।
তাই সোনালি ফসলে আমার ভালবাসার
নতুন দিগন্ত উন্মোচিত হয়।
১ Comment
congratulations