হঠাৎ করে তুমি এলে
কত প্রণয়ের লাজে সজ্জিত হৃদয় খানি
অমাবস্যার ঘোর অন্ধকার এখনো কাটেনি।
জ্যোৎস্না জামিনী মধু নেশায় নিলিপ্ত,
প্রাণ মন সবই ডুবেছিল
অতল ওই আঁখির কোলে।
নিবিড় এই অন্ধকারের নেশায়,
হারিয়েছি আলো ঝলমল তারার রাত্রি।
লুকানো প্রাণের পবিত্র প্রেম।
তবুও কোথায় যেন এক পৃথিবী শূন্যতা?
আকাশ সম আক্ষেপ।
মন বলে অসম্ভব তার ফিরে আসা
আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে আসে।
সজল হাওয়া যুথির বনে
তোমার জন্য ভালোবাসা
জেগে ওঠে আমার মনে।
বাতাসের বুকে এ কোন উৎসব?
তবে কি তোমার আগমনী বার্তা,
আজ হঠাৎ করেই তুমি এলে
আঁধারের বুক চিরে
আমার আপন ভুবনে আপন আলোয়,
তোমার মুখখানি দেখি নক্ষত্রের,
নীলাভ আলোর মায়ায়,,
নিশি কাব্য রচিত হবে দুজনার মিলনে।।
কবিতায় তুমি আছো
অনুভবের রং ছড়ালাম সারা আকাশ ময়
শুধু তোমার জন্য মন জুড়ে ভালোবাসা রয়।
সন্ধ্যা প্রদীপ হয়ে আসো আমার ভুবন জুড়ে
মন পাখিটা ঘুরে বেড়ায় দূরে বহু দূরে।
ফেলে আসা স্মৃতিগুলো মনে পড়ে বেশি
ভোলা যায় না তোমায় আজও বড্ড ভালোবাসি।
তুমি থাকো চোখের পাতায় রাত্রি গভীর যখন,
ঘুম পাড়ানীর গান শোনাবে চুপি চুপি তখন।
কবিতায় এক একটি শব্দ তুমি
অনুভবে মিশে আছো।
বুকের গহীনে একটু একটু শিশির কণা হয়ে
আমার ভেতরই বাঁচো।
তুমি আছো তুমি রবে প্রতিটি নিঃশ্বাসে
আমাদের ভালোবাসা বেঁচে রবে অনাবিল বিশ্বাসে।
চোখের পাতায় তুমি থাকো
মনের খাতায় জানি
তুমি আমার জীবন মরণ
তোমাকেই প্রিয়জন মানি,,,,