১৫০ বার পড়া হয়েছে
সোনার বাংলা
হারুনুর রশীদ
উনিশ শ’ বায়ান্ন
লড়ি ভাষার জন্য।
সত্তরের নির্বাচন
পশ্চিমের নির্বাসন।
একাত্তরের বিষয়
বাংলাদেশের বিজয়।
সাতই মার্চের ভাষণ
মানি না আর শাসন।
এবারের সংগ্রাম
স্বাধীনতার সংগ্রাম ।
ডিসেম্বরের ষোলো
চূড়ান্ত জয় হলো।
হানাদাররা পাজি;
বীর বাঙালি গাজী।
দেশের সেবা করবো;
সোনার বাংলা গড়বো।