১৪২ বার পড়া হয়েছে
প্রস্রবিত যাহা
সৈয়দা রুবীনা
১৯/১০/২০২১ খ্রী.
চির সুন্দর হে মানব কবিতায়
যা কল্যাণময়
চির জাগ্রতময় বাণী হোক আগামী
সদা জীবনময়।
জলের স্বচ্ছ ধারা হোক স্রোতোময়
পিপাসা নিবারণে
কন্টকময় পাপাতুর লোভী নিপাতীতে
জাগ্রত নয়নে ।
কামাক্ষুর ক্ষুরধার কাম্য নহে জগৎময়
সংসার উড্ডয়ণে
ঠকবাজ ধান্দাবাজ ঘৃণিত নিপতিত
ধ্বিক চরণে।
ধর্মান্ধ ঐশ্বরিক বর্বচিত অসভ্য অণুপীয়
অসুরীয় নির্লিপ্ততায়
হেনকালে কেহ পেয়েছে কি মান?
বিভেদ ধূর্ততায়।
শুধরাও যদি তব হেনকালে কেহ সাধারণ
হাসিমুখে নতোতায়
মনে রাখবে মরুময় প্রান্তর তোমায়
ক্ষীণময় নীভুকাবেলায়।
প্রস্রবিত যাহা শীতল বা গরমে জলপ্রপাত
জ্বালাময়ী গন্তব্যে
দ্রাব্যতায় নাব্যতায় দ্রবীভূত সভ্য ইতিহাস
প্রস্ফুটিত বৈভবে।
তোমাতে আমাতে রক্তময়ী জাতে ভেদাভেদ
ললাটের রুদ্র চিহ্নে
আকাশময় হও উর্ধ্বমুখী তারাদের মেলায়
একত্রিতে সর্বত্র নির্বিঘ্নে ।
১ Comment
সুন্দর আহবান কবির