১৬৮ বার পড়া হয়েছে
নষ্ট
সৈয়দা উলফাত
বেশি আদরে ছেলে নষ্ট
বেশি জালে জেলে নষ্ট
বেশি ঢেউয়ে কূল নষ্ট,
বেশি সারে গাছ নষ্ট।
বেশি ঘনত্বে মাছ নষ্ট
বেশি শব্দে কান নষ্ট,
বেশি ভনিতায় মান নষ্ট
বেশি কথায় মুখ নষ্ট।
বেশি জ্বালে ভাত নষ্ট
বেশি হিংসায় জাত নষ্ট,
বেশি চুনে পান নষ্ট।
বেশি গায়েনে গান নষ্ট
বেশি কাজে শেষ নষ্ট,
বেশি নেতায় দেশ নষ্ট।