১) শরত এলো
সৈয়দা কামরুন্নাহার লিপি
শরত রাণী আলতা পায়ে
শিশির ভেজা স্নিগ্ধ গায়ে
খিলখিলিয়ে হেসে হেসে
আবার এলো দ্বারে।
কই গেলিরে সখী তোরা
আয়রে ডালা সাজাই মোরা
শিউলি ফোটার সময় এলো
বরণ করি তারে।
শরত গানের সুরে সুরে
সফেদ আকাশ নৃত্য করে
শিউলি ফুলের মাতাল ঘ্রাণে
বাতাস কড়া নাড়ে।
গাছের ডালে ফুলে ফুলে
পাপড়ি মেলে দুলে দুলে
নয়ন জুড়ায় সেই সে রূপে
সবার হৃদয় কাড়ে।
২) জাগো দেশের মানুষজনে
সৈয়দা কামরুন্নাহার লিপি
রাজপথ আজ মিছিলে মুখর
শহীদি রক্তে লাল
জ্বালাও পোড়াও চাই না আর
কাটুক ধ্রুম্রজাল।
কতো সরকার এলো গেলো
রাজনীতির খেলা
শোষণ, ত্রাস, গ্রাসের রাজত্বে
উৎসবের মেলা।
ভিন দেশি শকুনেরা আজ
ওঁৎ পেতে আছে
রাষ্ট্র প্রধান ভুল করলে যে
গদি হারায় পাছে।
দূর্নীতি আর আনাচারে
ভরে গেছে দেশ
জামিলের জুলুমে দেশটা
হয়ে গেল শেষ।
জাগো দেশের মানুষজনে
ঘরের বাহির হও
স্বাধীন দেশে স্বাধীন ভাবে
বেঁচে যেনো রও।
৩) হারানোর শোকে পাথর এখন
সৈয়দা কামরুন্নাহার লিপি
হারানোর শোকে পাথর এখন
আর যে সইতে পারি না
কলজে ছেঁড়া বাছার বুকে
পুলিশের গুলি মানি না।
স্বৈরাচারীর জেল জুলুমে
দেশটা চলতে পারে না
স্বাধিকারের কথা কিন্তু
ভুলে গেলে চলবে না।
ভয় ভীতি দেখিয়ে যে আর
দাবিয়ে রাখতে পাবি না।
অধিকার চাওয়া দোষ যদি হয়
এই স্বাধীনতা চাহি না
পরাধীনতার শিকল পরা
এমন জীবন মানি না।
আনতে বিজয় আমরা আজ
পিছু হটতে জানি না ।