৪৮৫ বার পড়া হয়েছে
সে আমাকে ভুলে থাক।
সুরমা খন্দকার।
সে আমাকে ভুলে থাক
শেষ বিকেলের আলোর বিষাদ নিয়ে
সে আমাকে আর না দেখুক
হৃদয় তমসা কৃষ্ণবিবর ছুঁয়ে।
সাইবেরিয়ার শীতল বরফ হোক মন
ভিসুভিয়াস না হোক শরীরে দেহে,
থেমে যাক অগ্নুৎপাত ক্ষণ।
সে আমায় স্পর্শ আর না করুক
বৃষ্টি বিরল হোক সাহারা,
দার্জিলিংয়ের মেঘেদের মতো
নিজ ইচ্ছায় খেলা করুক অভিমান।
শুধু অন্দর বাহির ব্যাকুল তিয়াস হোক।
সে আমাকে না দেখুক
লীলায়িত হেলা ভরে ও চোখে,
বোবা জোনাকিরা খোঁজ নেক রোজ আমার
ব্যথায় নুজ্ব্য থাকুক জমে বুকে না দেখার শোকে।
আষাঢ় ফিরে আসুক বারে বারে
পথ ভুলে রবে সে
সকাল সন্ধ্যা কেঁদে যাক
বিরহী চাতক
কেমন কাতর হয় দূর পরবাসে।।