ফড়িং ওড়া দিন
সুরাইয়া সুলতানা
০৪-১০-২১.
ফড়িংয়ের উড়াল ডানায় স্বপ্ন ছোটা রঙিন দিন হারিয়েছি সেই কবে,
এখন ফিকে রঙা আলপনায় আঁকি
জীবনের জলছবি গভীর অনুভবে।
ফেলে আসা দিন ডাকে হাতছানিতে
অদৃশ্য কোন প্রিয় সন্ধিক্ষণে,
মনের চপলতা হারায় বয়েসের দুরন্তপনায়
তবু মন হয় ব্যাকুল একাকী নির্জনে।
প্রিয় শৈশব, রঙিন কাপড়ে মোড়া পুতুল
মিথ্যে চড়ুইভাতি আর কানামাছি খেলা,
সময়ের ঘূর্ণিপাকে হারিয়েছি সব
শুধু জীবনের প্রয়োজনে কেটে যায় বেলা।
কি পেলাম,কি দিলাম চলে হিসেবের
অংক
জীবনের হিসাব মেলেনা সহজে,
থাকে পাওয়া না পাওয়া, লাভ-ক্ষতি
তবু অতৃপ্ত মন মরিচীকা সুখ খোঁজে।
পাড় ভাঙা নদীর মতোন কখনো
ভেঙে যায় জীবনের এপাড় ওপাড়,
জীবন তরী তবু বয়ে চলে নিরবধি
দুঃখ, সুখের মতো কখনো ভাটা কখনো জোয়ার।
অবিশ্বাসের কীট
০৪-১০-২১.
আমার ভালোবাসার উদ্যানে কখন বাসা বেঁধেছে কীট,বুঝতেই পারিনি,
সবুজ যখন ফিকে রঙা হতে শুরু করলো,
কলিগুলো একে একে নিশ্চুপ ঝরে পড়তে লাগলো,
বুঝলাম কীটের বিস্তার।
কোন কমতি ছিলো না আমার,
সব চেষ্টাই করে গেছি সহাস্যে।
তোমার হৃদয় উদ্যানে ভালোবাসার ফুল ফোটানোর।
যে চোখের গভীরতায় দেখতাম শুধু ভালোবাসার ছায়া, আজ সে চোখে দারুণ খরা,
তোমার নির্মেঘ চোখে দেখেছিলাম
আমার সর্বনাশ।
নদীর গভীরতার মতো বয়ে গেছে তোমার হৃদয়ে বিপুল ক্ষরণ,
আমার সারাজীবনের সঞ্চয়, সাধনা, অফুরান প্রেমে যে ভালোবাসার চারাগাছগুলি বেড়ে উঠেছিলো,
তুমি সেই উদ্যানে নির্বিঘ্নে পুঁতেছিলে কিছু ভুল বৃক্ষ, আমার অজান্তেই অবাধে বেড়ে উঠেছে,
ছড়িয়েছে ডালপালা,
আজ সেই বৃক্ষের দেখলাম পূর্ণ রূপান্তর, ফুল ফুটেছে।
তোমার উগ্র মূর্তি বুঝিয়ে দিয়েছে তার রূপান্তর,
ভুলবোঝার দূরন্ত ঝড়ে তখন তুমি প্রায় দিশেহারা, তারপর
দীর্ঘ দিনের চৌকাঠ পেরিয়ে যাওয়া।
পারবে তো বুকের গভীরে ভুল নির্জাসে লালন করেছো যে ভুলের চারা তা উপড়ে ফেলতে!
তোমার হৃদয় উদ্যানের ভুলের ফুলমালা,
এখন নাকি ঝরে পড়তে শুরু করেছে!
আমার যে সব বিরান, কতোকাল অনাবৃষ্টি,
খরায় সব ভালোবাসার চারাগুলো একে একে মৃতপ্রায়,
তোমার ভালোবাসার তীব্র জলোচ্ছ্বাসে আবার বেঁচে উঠবে কিনা, তাও জানি না,
তবে হৃদয়ের দুয়ার খোলা রেখেছি,
আসতে পারো ফিরে তোমার
চেনা উদ্যানে,
প্রিয় ভালোবাসাকে ক্ষমা করা যায় বারবার,
শুধু বিশ্বাসের প্রদীপটি জ্বালিয়ে রেখো।
পরাজিত মন
০৪-১০-২১.
চেতনার অবক্ষয়ে আজ হৃদয় রুদ্ধ
এ রুদ্ধের নেই শৃঙ্খল, নেই গরাদ
আছে শুধু বুকে আত্নদহনে তীর বিদ্ধ।
জীবন পরাভূত আজ কলুষিত দহনে
নিভু নিভু জ্বলে কিছু সত্যের আগুন
তাও বুঝি নিভে আসে বিচিত্র ধরণে।
নিজস্ব দৃঢ়বল নিমেষেই ভেঙে শেষ
কর্পূরের ধোঁয়ার মতো উড়ে যায় নিমেষে
অনিয়ম,অসত্য, আর কী অসহনীয় পরিবেশ।
আপোষহীন দু’চোখে উপেক্ষিত ইশারা
মানবিক মূল্যবোধ, জ্ঞান, বুদ্ধির নেই বিকাশ
এ কেমন অবক্ষয়,এ কেমন মৃতপ্রায় ধরা!
২ Comments
congregation!
keep it up
very good response; Congratulations.