সাম্যের বাণী
সাগর রায়
পড়ি সাম্যের বাণী,
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান
সকলে মোরা ভাই ভাই,
হিংসা, বিদ্বেষ নাহি কবু মানি।
শুনি সাম্যের কথা,
হিন্দু, মুসলিম, বৌদ্ধ একতা।
একই মায়ের চরণে লুটায়,
ভিন্ন নদীর স্রোতধারায়।
বিপদে মোরা রুখে দাঁড়াই।
ভয়কে নাহি কবু ডরাই।
গাহি সাম্যের গান,
আমার কাছে হিন্দু বৌদ্ধ সকলই সমান।
কবুও নাহি করি ধর্ম ভেদে অসন্মান।
চলি সাম্যের পথে,
যে পথ মাড়িয়াছে নজরুল
সে পথে নেই যে কোন ভূল।
দিতে হবে নাকো মাশুল
আমি সাম্যের কবি,
সাম্যের গান গাই।
সাম্যবাদী চেতনা বুকে ধরি,
অসাম্যের বুকে ছুড়ে মারি বাণ,
বাংলা আামার মাতৃভূমি
বাংলা মায়ের চরণ চুমি।
সাম্য, একতার এক লীলাভূমি।
বাংলা আমার অহংকার,
বাংলা মোর জন্মভূমি।
১ Comment
congratulations