ধ্যানের নথিপত্র
এই ঘোষণা মৃত—
রোদ্দুর লিপিবদ্ধ করে;
দেয়াল জুড়ে এঁকে দেয় বজ্র
মধ্যে একটি নতুন গল্প শুধু
ঝিঁঝি পোকার উল্লসিত শীস
অসহ আত্নার দিঘিতে ডুব দিয়ে তপ্ত দুপুরে
রাজধানীর গ্লিসারিন মিশিয়ে একটি নতুন ওয়েভ নিখুঁতভাবে বর্ননা
করতে পারে আমদের জ্ঞানের বিকাশ
অব্যাহত থাকবে শব্দগুলো
দ্রুত এগিয়ে যেতে পারে বোধ
স্বভাবের দোষে ধর্ষণের পাপ জমেছে হ্রদ পর্যন্ত
সারশূন্য ভগবান শুনলেন
গুচ্ছ গুচ্ছ রচনা
রেখেছিলেন চমক…
উজ্জল পাখায়
শঙ্খচিলের ডানায়
শুধু ঝিঁঝি পোকা ডাকলে আমি আর কোথাও যাবনা
সময় নিয়ে নেয় অক্লান্ত মনোযোগ
দেহভঙ্গিমা বা দেহ—দুটিমেঘ একহাতে থামিয়ে
ময়নার খিলখিল হাসিতে রাতের অন্ধকারে যাই
এখানে তোমার ধ্যানের বৈধ নথিপত্র ছাড়া কিছু নেই আর
মগ্ন লৌহ এবং জিংক করেছে ঐক্য
দেহহীন আত্মায় অমরত্ব—আমাদের মাঝে জন্ম নেয় একটি বীজ
বভ্রুবাহন সাফল্যের রবফ প্রলেপ ছড়ানো ছিটানো
শোষনের শিকার হয়েছিলেন আমাদের তারাগুলো
বরফঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন নিজেদের গ্রন্থের আলোকে—
গ্যাসের আগুনে লাল রঙের একটি নতুন রেসিপি দেখে অবাক লাগে
কেন এমন একটা স্বভাবের দোষে নিপিড়নের ঘটনা ঘটেছে?
ওল্টানো পৃথিবীর দম্ভ চুর্ণ দেহহীন আত্মায়
নির্যাতন সুগভীর ভাবনার বিষয়।
সাজ্জাদ ইসলাম।
২৮.১০.২০১৯
১ Comment
অনুভূতির অসাধারণ প্রকাশ