১৪২ বার পড়া হয়েছে
সস্তা প্রেম।
। মোরশেদা আক্তার সীমা ।
তোমার মনের অচেনা শহরে
আমি একলা একা পথিক,
আমায় তুমি ভালোবাসো কিনা
আমি জানি না ঠিক সঠিক।
তবুও আমি চলছি একা ঠিকানা বিহীন,
তুমি যেন আজকাল একটা অনুভুতি হীন।
তোমার শহরে এসেছি আমি মনের খেয়ালে
তুমি যেন হয়ে আছো আজ কেমন বেখেয়ালে ,
তবে কেন আমায় তোমার শহর চেনালে
এখন যেন আমার পিঠ ঠেকছে দেয়ালে।
আমি আবার যাচ্ছি ফিরে আমার এলাকায়
তবুও যেন মনটা আবার পিছু ফিরে চায়,
তোমার এমন সস্তা প্রেমে আমার হাসি পায়
আমার বিদায়ে তবুও তোমায় লাগছে অসহায়
হাতছানি দিয়ে জানাই বিদায়
বিদায় বন্ধু বিদায়,
চলে যাচ্ছি শুভকামনায়।