সময়ের খেয়া
যুথিকা বড়ুয়া
ভোরে শিশির স্নানে মগ্ন থাকে পাতা
মানুষ থাকে অশ্রুস্নানে
লয়ে হ্রদয়ের যতো ব্যথা।
রোদ এসে ঢেলে দ্যায় অখন্ড মায়া
কোনোখানে জ্বলে আলো আর
কোনোখানে ছায়া।
হারিয়ে যাওয়া স্মৃতির মাঝে
রঙ্গীন স্বপ্নগুলো আজও চোখে ভাসে
খুঁজি ফিরি চাহিবারে তারে গভীর রাতে
যখন নিঝুম নীরবতা আমার কাছে আসে
থাকলে কাছে অনাদর ও অবহেলা
একটু দূরে গেলেই যতো হৈ চৈ
আবার জোকের মতোও কামড়ে ধরার মানুষ অনেক
কিন্তু স্নেহ দিয়ে বুকে আগলে রাখার মানুষ কোথাও নেই।
দিন আসে দিন চলে যায়
সময়ের স্রোতে কত কিছু যে হারায়
শুধু রয়ে যায় তার স্মৃতি
গেথে রয় হ্রদয় নামক ফ্রেমে তার অনুভূতি
স্বার্থের কাছে হেরে গিয়ে
মানুষ নিজেই যায় হারিয়ে তলে
কল্পনাতে বিচরণ করে
অবুঝ মনের অন্তরালে
ধরায় এসে মোহের বসে
শুধু আমার আমার করি
কখনো কি ভাবি একবার
যেতে হবে সবকিছু ছাড়ি।
নতুনকে খুঁজতে গিয়ে
পুরোনো হয় নিখোঁজ
যায় না বোঝা আসল নকল
হাঁপ ছেড়ে বাঁচতে চায়
যখন সবই লাগে বোঝ।
রাত আসে গভীর ঘুমের নেশায়
দেখায় কত রঙ্গিন স্বপ্ন আর আশা
যখন কোমল বুকে লুকিয়ে থাকে কত কথা আর উষ্ণ ভালোবাসা।
রাত মানে কী শুধু দুচোখ বুঝে
স্মৃতি রোমন্থন করা?
না, সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে অচৈতন্যে
গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে অখন্ড সময় জুড়ে শান্তিতে যাপন করা।
_______________
Kolkata/India