চমকে উঠে থমকে দেখি
সন্দীপ ঘোষাল
১৮/১০/২১
ক্লান্তি ধোঁয়া ভিন্ন পোশাক পরে
আলিঙ্গন করে বোধি বৃক্ষ!
ক্ষমা করো আমায়-নামতা পড়ে
নিঃশব্দে পদস্খলনের দুঃখ!
আর্তনাদ কাঁদে ক্ষমা করো
এই উৎসবদিনে বেঁচে আছি তাই!
স্মৃতির বুদ্ বুদ ফুসফুসে জড়ো
ভাগ্যবিড়ম্বিত আমি একেলাই!
চেতনার নিসপিস দুই হাত
অভিশপ্ত উঁচু গাছগুলো জড়িয়ে!
বুনোগন্ধে ভরপুর এ প্রভাত
মুচড়ে-নিংড়ে-ফোঁটা ফোঁটা শব্দ তোলে জাগিয়ে!
দর্প স্রষ্টার শূন্য আলোয়
চমকে উঠে থমকে দেখি!
প্রচণ্ড তাণ্ডব সমুদ্র বেদনায়
তুষের আগুন জ্বলে-এ-কি!
ভালোবাসাবাসির মানব জামানায়!
মায়ের সন্তানের অশ্রুতে
এ কোন শপথ!
পথে পথে প্রেতাত্মা হিমেতে
এ কোন বিপদ!
ক্ষমা যেনো করি-তোমাতে আমাতে-
“ক্ষমা” যেনো পৌঁছোয় পদস্খলনের ঠিকানায়!