২৪৭ বার পড়া হয়েছে
সত্যের এই অধঃপতন…
দেবদাস হালদার
সত্য যুগে শতভাগ কথাই
সত্য ছিল
স্ক্রিপচার ঘেটে যা পাই;
ত্রেতা যুগে এসেই সত্যের
শতকরা ওই
পঁচিশ
ভাগ মিথ্যায় নেয় ঠাঁই।
দ্বাপর যুগে ফিফ্টি ফিফ্টি
সত্য
মিথ্যার আনাগোনা চলে;
এসব বয়ান আমার নয়
ভাই
জ্ঞানী গুণী
ওই মহাজন তাই বলে।
আধুনিক এই কলি যুগের
ঘোরকলিতে
সত্য দাঁড়ায় পঁচিশ;
মাঝে মাঝে আরো কমে
যায়
কখনো
হয় তা শূন্য থেকে বিশ।
সত্যের এই অধঃপতন
তাইতো
আজ
হরহামেশাই দেখি;
লাভ হয় কি আফসোস
করে
যতই
বলি হচ্ছে এ-সব কি।