সংগীত শিল্পী নুসরাত জাহান’র অদম্য পথ চলা:
নিজস্ব প্রতিবেদক:
দেশের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানায় হলেও জন্ম এবং বেড়ে ওঠা পুরোটাই ঢাকায়। জন্ম তারিখ ৮ জুলাই ।বাবা ফারুক ভূঁইয়া এবং মা আমেনা বেগম।
সমাজকর্ম নিয়ে লালমাটিয়া মহিলা কলেজ থেকে অনার্স এবং ইডেন মহিলা কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। জব করেছেন স্টান্ডার্ড চাটার্ড ব্যাংকের মতো একটি নামী দামি ব্যাংকে। কিন্তু গানকে ভালোবেসে এবং গানকে মূল চালিকাশক্তি হিসেবে পরিচালনা করতে গিয়ে জব ছেড়ে দিয়ে বর্তমানে স্বাধীনভাবে গান এবং নিজস্ব বিজনেস নিয়ে স্থায়ীভাবে ঢাকায় বসবাস করছেন।
বাবা খুব ভালো গান করতেন, বাবার হাত ধরেই গান শেখা এবং বড় ভাই ও খুব ভালো গান করতেন। ক্লাস ফাইভ থেকেই গান করেন নুসরাত।
গানের হাতেখড়ি হয় রফিকুল ইসলাম স্যার এর কাছে ।পরবর্তীতে বুলবুল ললিতকলা একাডেমী থেকে নজরুল ও ক্লাসিকাল শেষ করেন। তিনি নজরুলে তালিম নেন গুরু সালাউদ্দিন আহমেদ স্যার, আর ক্লাসিকালে পূর্ণ চন্দ্র মণ্ডল এর কাছে তালিম নেন।
নুসরাত, তার প্রানপ্রিয় স্বামী ইমন ইমদাদুল হককে তার গানের মুল চালিকা শক্তি মনে করেন। গানে গানেই তার সাথেই সুদীর্ঘ পথ পাড়ি দিতে চান তিনি।
শিল্পীর একটি মৌলিক গানের এলবাম রয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম পুরস্কার অর্জন করেছেন।
নুসরাত নিয়মিত স্টেজ পারফরম্যান্স করেন ও বিভিন্ন চ্যানেলে গান করেন। তার প্রিয় শিল্পী জীবন্ত কিংবদন্তি শিল্পী রুনা লায়লা।
গানের পাশাপাশি বিজনেস করেন৷
“নুসরাত ফ্যাশন এন্ড বিউটিস” নামে তার একটি বিজিনেস রয়েছে।