১১৯ বার পড়া হয়েছে
শূন্যতা
ইসমত আরা
তুমি কি কখনও আমার শূন্যতা অনুভব করো?
যদি করেই থাকো কখনও
সেটা কি পলকে, ক্ষণে, নাকি নিমিষে।
হতে পারে সেটি দুদণ্ডে, মুহূর্তে কিম্বা দিনে
কখনও যদি অনুভব করো
এই আমার শূন্যতা
সপ্তাহ আর পক্ষ পেরিয়ে
মাস,বছর, কিম্বা, যুগ।
প্রজন্ম পেরিয়ে গেলেও
শতাব্দী অব্দি অপেক্ষা করবো।
তুমি আমায় বলবে
আমি তোমার শূন্যতা অনুভব করছি।