শীত অভিলাষ নয় অভিশাপ
– তানিয়া সুলতানা
মানুষ ভালোবাসার অভাবে মরে যায়
মরে যায় উদ্ভিদ প্রাণীরাও ভালোবাসা না পেলে।
শুধু অভিশম্পাতে মরে যেতে দেখেছি আফ্রিকার দীর্ঘ আয়ুর গাছকে!
শীত আসে কারো কারো জীবনে অভিশাপ হয়ে,
প্রেমিকার ঠোঁটে চুমুর হাহাকার নামে শীত এলে
শীত নেমে এলে পথের শিশুদের হয় জীর্ণ শরীর
পৌষের হীম বাতাসে কাপে ঠোঁট, কাপে দাঁতে দাঁত
লেগুনার রড ধরে ঝুলে থাকা শিশুর হাত বরফ হয়ে
যায়, পায়ের তালুতে চিড় ধরে বুঝিয়ে দিয়ে যায়
শীত আমাদের কখনোই বিলাসীতা হয়ে আসে না…
আসে অভিশাপ হয়ে !
খেঁজুর রসের ঘ্রাণ নিতে এখন আর শীতকে চাই না,
শালিকের ঠোঁটে রসের স্বাদ নেওয়া জীবন উড়ে গেছে!
শীতের ভোরে সোনালি রোদ্দুরে বসে রসের গ্লাসে মুড়ি ঢেলে চুমুক,
আহা …! সে এখন অতীত।
যে শিশুর নিলাভ ফেঁটে যাওয়া ঠোঁট দেখে বুকের
পাঁজর ভেঙে পড়ে গুড়ো গুড়ো হয়ে বারুদের মতো
জ্বলে ওঠে অভাগাদের শীত বস্ত্রহীন কুয়াশা মোড়ানো শরীর দেখে !
যে শিশু মাঘের শীতে কুকুরের গা ঘেঁষে খুঁজে ফেরে ওম,
পাটের ছেড়া বস্তায় মুড়িয়ে ঘুমায় রাত
গাজায় টান দিয়ে মস্তিষ্কের নিউরনে আগুন জ্বালিয়ে
শরীরকে দেয় উত্তাপ, তাদের কাছে শীতসময়
নরক শাস্তি!
বিলাসী- আয়েসীদের অভিলাষ হয় শীত ।
বস্ত্রহীনদের এ নির্মম শীত চাই না হে ঈশ্বর …
তুমি তুলে নাও তোমার কুয়াশার চাদর।
কৃষকের – জেলেদের দেশে এ শীত বড্ড নিষ্ঠুর
বড্ড বেমানান।
07 – 01 – 2023