কবিসংসদ শিশুসাহিত্য উৎসব ২০২২ অনুষ্ঠিত।
কবিসংসদ বাংলাদেশ আয়োজন করে গত ০৮ জানুয়ারি ২০২৩। ঢাকায়, শিশুকল্যাণ পরিষদ ভবনে, শিশু সাহিত্যিক রফিকুল হক দাদু ভাইয়ের ৮৭ তম জন্মদিন উপলক্ষে কবি সংসদ শিশু সাহিত্য উৎসব।
দীর্ঘ ২৪ বছরের মাথায় এসে কবি সংসদ বাংলাদেশ নিয়মিত এই আয়োজন করবে। কনকনে শীতের মধ্যেও প্রধান অতিথি ছিলেন কবিসংসদ বাংলাদেশের উপদেষ্টা কবি ও শিশুসাহিত্যিক আসলাম সানী। প্রধান আলোচক ছিলেন সাদাকালো পত্রিকার সম্পাদক কবি ও সম্পাদক সালেম সুলেরী। কবি সংসদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি কবি ও শিশুসাহিত্যিক রাজু আলীম কবিসংসদ শিশুসাহিত্য উৎসব উদ্বোধন করেন। উদযাপন কমিটির সদস্য সচিব কবি ও ছড়াকার তৌহিদুল ইসলাম কনক স্বাগত বক্তব্য রাখেন।
কবিসংসদ শিশুসাহিত্য উৎসবের আহ্বায়ক শিশু সাহিত্যিক গোলাম নবী পান্না। দাদু ভাইয়ের কেক কাটেন দাদু ভাইয়ের সহধর্মিনী কবি ফাতেমা হক, আহবায়কের বক্তব্যে নিজের লেখা গান পরিবেশন করে। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক। মূল প্রবন্ধ পাঠ করেন আচার্য মু. নজরুল ইসলাম তামিজী, সাবেক অতিরিক্ত সচিব শওকত আলি, বঙ্গবন্ধু গবেষক লায়ন গনিমিয়া বাবুল, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক প্রকাশক কবি ও সাংবাদিক অশোক ধর, শিশুসাহিত্যিক আমিনুল রানা, ছড়াকার ডালি মোহাম্মদ দেলোয়ার, নাট্যজন লুৎফুল আহসান বাবু, সরকার এম আর মঞ্জু। কবি আসাদ কাজল। সাংবাদিক মানিক লাল ঘোষ, অভিনেত্রী রওনক বিশাখা শ্যামলী, কবি আফরোজা কণা দাদু ভাইকে নিবেদিত যারা কবিতা পাঠ করেন, আলোচনা করেন, স্মৃতিচারণ করেন তারা হলেন: পালকি শিল্পীগোষ্ঠীর সভাপতি আবুল বাশার বাদল, কবি রওশন আরা, সাংবাদিক হাবিবা আকন্দ, সংগঠক মামুন আনসারী, কবি কাবেরী সাহা, কবি খোকন বিভাগী, কাব্যকথা সম্পাদক পুথী সম্রাট জালাল খান ইউসুফী, সমাজসেবক কোহিনুর আক্তার পিংকি, টুলু মৃধা, কবি সুবর্না দাস , কবি সাঈদ ফারশী, কবি বাপ্পি সাহা, চাঁদের হাটের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াহিয়া সোহেল চাঁদের হাটের আবুল কালাম আজাদ খান , ছড়াকার হাই হাফিজ, জাতীয় মানবাধিকার সোসাইটি থেকে নাজমুল হাসান মিলন, কবি শোভা চৌধুরী, সাদিয়া সুলতানা, কণ্ঠশিল্পী তানিয়া, কবি নিগার সুলতানা জুলি, লেখক প্রকাশক ও ছড়াকার শাহেদ বিপ্লব প্রমুখ।