২৮২ বার পড়া হয়েছে
সাতজনম
শিরীন আকতার বানী
যদি জনম হয় জোড়ায় জোড়া
সাতজনম ভরে,
একজনমই ভাগ্যে রেখো
আর্জি প্রভূর তরে।
একজনম যে কাটে না আর
একা একাই চলা,
একা একাই সকল কথা
একা একাই বলা।
মরলেও যে পাই না ব্যথা
যা সয়ে যাই মনে,
মনের কথা তুমিই জানো
আছো যখন সনে।
সাতজনম চাই না আমার,
চাই না আর কল্প,
শেষ হয়ে যাক এইজনমের
একলা থাকার গল্প।
শিরীন আকতার বানী
২২/০৯/২২
১ Comment
congratulations