১৪৭ বার পড়া হয়েছে
দালাল
শাহজাহান আবদালী
ঘাটের দালাল পাটের দালাল
কতই দালাল আছে
জমিজমা কিনতে গেলে
যাই দালালের কাছে।
মাঠের দালাল মাঠেই থাকে
হাটের দালাল হাটে
রেলের দালাল ইস্টিশনে
দিন যে তাদের কাটে।
গরুর দালাল গাছের দালাল
দালাল কত কিছুর
দালাল আছে আম-কাঁঠালের
দালাল আছে লিচুর।
বিদেশ গেলেও দালাল আছে
দালাল আছে ভিসার
দালাল আছে ইট-পাথরের
লোহা এবং সিসার।
কোর্ট-কাচারি ব্যাংক-বীমাতে
দালাল সকলখানে
গাড়ির দালাল বাড়ির দালাল
হাতটা ধরে টানে।
রাজনীতিতে দালাল আছে
খায় বিদেশের টাকা
এসব খবর যায় ছড়িয়ে
যায় না ঢেকে রাখা।
১ Comment
অসাধারণ। শুভকামনা