০১) কিছু কথা
কাকে বলবে ভদ্র! আর কাকে বলবে সরল!
ভেতরটা যার মিথ্যে কালো
ছলনায় ঘেরা জীবনটা যার গরল।
মানুষ চেনা নয়তো সহজ
খাঁটি মানুষ! এখন যেন বিরল।
কথা দিয়ে কথা রাখি না,
অন্যকে উপদেশ দেই নিজে মানি না
পরকে বুঝাতে পারি নিজে বুঝি না।
অন্যের টাকায় প্রাসাদ গড়ি,
লোভ যে আমার অন্তর ভরি।
কালো টাকা আছে কাড়ি কাড়ি,
একেতে নই তুষ্ট তাই সঙ্গী অধিক নারী।
কেনো নেই হুঁশ হচ্ছি বেহুঁশ,
নিজ দোষে দুষ্ট পরিবেশ।
আমার দোষেই পরিবার ও সমাজ নষ্ট,
আমার গুণেই সুন্দর দেশ সৃষ্ট।
আসুন তবে শপথ করি
নিজকে শুদ্ধ ও সুন্দর করি
আমার চারপাশ সুন্দর রাখি
এবং সুন্দর সুশৃঙ্খল দেশ গড়ি।
০২) প্রেম
প্রেম আল্লাহ প্রদত্ত
কর না একে কলঙ্কিত।
প্রেম স্বর্গীয়
একে কর অমিয়।
প্রেম শাশ্বত
এ যে করে না কারো দাসত্ব।
প্রেম পবিত্র
আছে কি সবার সেই চরিত্র?
প্রেমে নেই অবৈধ স্পর্শতা
এতে নেই কোনো নগ্নতা।
প্রেম চিরঞ্জীব
এ যে কোমল সজীব।
সবার মনে প্রেমের স্থান
একে দাও যথাযথ সম্মান।
প্রেম কর না যথাতথা
আসবেই তবে সেখানে বাঁধা।
প্রেম অন্তর প্রেমেতে লুকায়
ভেঙো না তাকে অবলীলায়।
প্রেমেতে নেই বর্ণ, গন্ধ
এ এক অভিমানী ছন্দ।
জীবে প্রেম হলো
সেখানেই প্রেমের সুধা ঢালো।
প্রেমের দান প্রেমেতেই মেলে
যদি তা ফুটে মন বাগানে।
প্রেমেতে নেই কোনো প্রতিদান
সর্বদা যেন মিলন মাল্য দান।
প্রেমেতে বিরহ মধুর
সত্যিই তা স্মৃতি বিধুর।
প্রেম এক অহংকার
এ যেন সত্যিই অলংকার।