১১৫ বার পড়া হয়েছে
শরৎ
মাহবুবা রহমান
শরৎ এসেছে
নীল আকাশে সাদা চাদর বিছিয়ে,
শ্বেতশুভ্র শিউলি ফুলের কাকন গলিয়ে,
নিস্তব্ধ রাএির দেহ জুড়ে,
শরৎ এসেছে
কাশবনের কেশদুলানো, ঢেউখেলানো
দীঘল কালো কেশরাজির মাঝে,
ছন্দ দুলানো, স্পন্দিত আবেগের সুরে,
শরৎ এসেছে
বিমোহিত চঞ্চলা বালিকার বেশে,
ছুটে চলে অন্য রংয়ে, ভিন্ন সুরে।