শত জনমের প্রেম
মোঃ দারুসছালাম রুবেল
“মাত্রা বৃত্ত ছন্দ”
৬+৬/৬+২
উৎসর্গ: হাবিবা সিদ্দিকা
তুমি মোর শত জনমের প্রেম,
হাজার তারের বীণা।
মনের আকাশে প্রেমের সেতারে
ছন্দের আরাধনা।
সাত রাজার ই ধন তুমি মোর,
বাঁচিনা তোমায় বিনা,
মুক্তা মানিক জোহরের চেয়ে
অধিক মূল্যে কেনা।
পরনের জামা, চাদর, ব্লেজারে
তোমার খুশবু মিলে,
হৃদয় কাঁপনে নয়নে স্বপন,
দেখেছি আকাশ নীলে।
রেশমী চুড়ির শব্দে আমার ঘুম ভাঙাবে কবে ?
তেপান্তরের নীল দরিয়ায়
মিলব দুজন তবে।
ক্লান্ত শ্রান্ত ঘামের গন্ধে
আকুল করবে প্রাণ,
অধর ছোঁয়াব আলতো করিয়া,
করবে যখন মান।
শাড়ির আঁচল হইয়া তোমার
অঙ্গে জড়াব আমি,
কপালের টিপ আর মায়াবী চোখে,
কাজলের কালো ওমি।
চুলের গন্ধে আকুল পরাণে
বাঁধব ফুলের বেণী,
আমার মনের রাজ প্রাসাদের
তুমি হবে রাজ-রানী ।
তোমাতে আমাতে একাকার হব
বসিয়া তটিনী কূলে
প্রমের কাব্য রচনা করিব
মান অভিমান ভুলে।
শত জনমের প্রেমের মাল্য
পরাব তোমার গলে,
তুমি মোর শত জনমের
প্রেম জনে জনে যাব বলে।।
১ Comment
আপনার জন্য রইলো শুভ কামনা। আল্লাহ আপনাকে নেক হায়াত দারাজ করুক,,,,,,,
আমিন।