কালের প্রতিবিম্ব (ম্যাগাজিন):
কবি ইকবাল হাসান (বিশেষ সংখ্যা)
লেখা আহ্বান:
আসছে,,,,,
দেশে-বিদেশে ব্যাপক জনপ্রিয় শিল্প-সাহিত্যের কাগজ, সাজানো হয়েছে নান্দনিক কিছু বিভাগ নিয়ে:
নিয়মিত বিভাগসমূহ :
কবিতা, প্রবন্ধ/নিবন্ধ, ভ্রমণ কাহিনি, ছোট গল্প, ছড়া, শিশুতোষ ছড়া-কবিতা/গল্প/অংকন, নারী জগৎ, প্রবাস জীবন, রম্য, ধর্ম ও দর্শন, ইতিহাস ও ঐতিহ্য ইত্যাদি।
আপনার সেরা লেখাটি পাঠিয়ে দিতে পারেন আমাদের নিচের ঠিকানায়।
লেখা পাঠানোর শেষ তারিখ: ১০ মে ২০২৩
____________________________
নিয়মিত লেখক:
আসাদ চৌধুরী, নির্মলেন্দু গুণ, মুহম্মদ নূরুল হুদা, আসলাম সানী, রেজাউদ্দিন স্টালিন, হুমায়ূন কবীর ঢালী, তসলিমা হাসান, ইমরোজ সোহেল, রেজাউল করিম মুকুল’সহ আরো অনেকে।
শুধুমাত্র বরেণ্য কবি ইকবাল হাসান-কে নিবেদিত লেখা পাঠাতে হবে।
খেয়াল রাখতে হবে (লেখার শুরুতে):-
লেখার শিরোনাম:
লেখকের নাম:
লেখার বিভাগ/ধরন :
লেখার শেষে লেখকের পূর্ণাঙ্গ ঠিকানা ফোন নম্বর’সহ (ম্যাগাজিনে কুরিয়ার করার জন্য) উল্লেখ করতে হবে।
মৌলিক লেখা ও বানান নিশ্চিত করতে হবে নিজেকে। আর কোন শর্ত নেই।
লেখা ইমেইল করতে পারেন। আমাদের ‘সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ’-এ পোস্ট করতে পারেন। ইমেইল করতে সাবজেক্টে শিরোনাম উল্লেখ করবেন।
লেখা পাঠাবেন:সম্পাদক:
কালের প্রতিবিম্ব
বাড়ি:০১, সড়ক: ১৪/বি, সেক্টর:০৪
উত্তরা, ঢাকা-১২৩০।
ইমেইল: khair.hrm@gmail.com; kalerprotibimbo@gmail.com
ফোন: ০১৭১৫৩৬৩০৭৯ /০১৮২৬৩৯৫৫৪৯
একটাই শর্ত: লেখা মৌলিক/বানান নির্ভুল হতে হবে।
নিয়মিত পরিদর্শন করুন: protibimboprokash.com