১৩৯ বার পড়া হয়েছে
লাসভেগাসের ছড়া
লুৎফর রহমান রিটন
মনা রে মনা কোথায় যাস?
আমেরিকার লাসভেগাস।
সেইখানে কি? খেলবি জুয়া?
তুই তো দেখি ভুয়ার ভুয়া!
কানাডাতে শীত নেমেছে শীতের দাপট এড়াতে–
যাচ্ছি নিছক বেড়াতে।
আলো ঝলমল লাসভেগাসে আছে প্রচুর ক্যাসিনো,
আমি সেথায় কক্ষণো কি খেলতে গেছি? গেছি? No.
থাকবো আমি লাসভেগাসের হার্টে মানে Ballyতে,
শত শত ট্যুরিস্ট যেথায় ব্যস্ত ঠেলাঠেলিতে।
ট্যুরিস্ট মানেই বর্ণালি রঙ পোশাকে আর আশাকে,
ইশারাতেই বোঝে সবাই সবার চোখের ভাষাকে।
কন্যা নদীর জন্মদিনটা করবো পালন ওখানে,
কেক স্যুভেনির সব পাওয়া যায়
ট্যুরিস্ট জোনের দোকানে।
বন্ধু থাকে লাসভেগাসে ক্যামেরা যার সঙ্গী রে
মেঘ প্রিয় তার আর প্রিয় তার মেঘের নানান ভঙ্গি রে।
বন্ধু সনে ঘুরবো উড়বো ভালোবাসার বাদ্যিতে,
কাটবে সময় নাচে গানে
সাইটসিয়িং আর খাদ্যিতে।
০২ পুনশ্চ:
ক্যাসিনোতে জ্যাকপটটা
পাই যদি তোর ভাগ্যে,
আধেক তোকে দিয়েই দেবো!
লস হবে খুব?–থাক গে…
লাসভেগাস ০২ অক্টোবর ২০২২