৩২৪ বার পড়া হয়েছে
রোজা
[আতিক হেলাল]
এগারো মাস পরে যখন
মাসটি আসে রোজার
সময় আসে অনেক কিছুই
জানার এবং বোঝার।
‘এই মাসটায় সংযমী হও’
মানতে হবে সবার
কিন্তু দেখি উল্টোটা হয়,
উচিত যা নয় হবার।
মাসটি যেন অসংযমের
এমনটি ভাব দাঁড়ায়
খাওয়া এবং দামের বহর
উভয় পক্ষ বাড়ায়।
রোজার মাসের দোহাই দিয়ে
মেজাজ, বাজার গরম
করছে যারা, তাদের কোনো
দেখি না লাজ-শরম।