রণ সংগীত
জেবুন্নেছা
আমরা আমরা আমরা
আমরা পথশিশু।।
আমরা আজো ঝরাফুল
আমাদেরও আছে ঘ্রাণ
সুতো দিয়ে গাঁথবো মালা
যদি পাই কিছু ভালোবাসা
আমরা।। আমরা এক ঝুড়ি ঝরা ফুল
আমরা আমরা আমরা
আমরা… পথশিশু।
আমাদের ও আছে প্রাণ
আছে বেঁচে থাকার অধিকার
ইচ্ছের পাহাড় বেয়ে উঠবো উচুতে
যদি দাও সুযোগসুবিধা
আমরা।। এক ঝুড়ি ঝরা ফুল
আমরা আমরা আমরা
আমরা… পথশিশু।
কলি থেকে হয় নি ফোটা
অসময়ে ঝরে পড়ি প্রাতে
আমাদেরও আছে পরিচয়
আমরা।। আমরাএক ঝুড়ি ঝরা ফুল
আমরা আমরা আমরা
আমরা… পথশিশু।
আমিও ভালোবাসার ফল
আছে কিছু স্বপ্ন জীবন
দারিদ্র্যের যা-তা কলে পিষে
কেনো আজ দিশেহারা
আমরা,আমরা এক ঝুড়ি ঝরা ফুল
আমরা আমরা আমরা
আমরা… পথশিশু।
আমাদের ও আছে প্রাণ
আছে বেঁচে থাকার অধিকার
আমরা।। আমরা এক ঝুড়ি ঝরা ফুল
আমরা আমরা আমরা
আমরা.. পথশিশু…