১১৮ বার পড়া হয়েছে
সুখগুলো নাও চুমি
মৌসুমী শঙ্কর ঋতা
দুঃখ খাতায় দুঃখ পাতায়
দুঃখ আমার মনে
দুঃখ আমার শাড়ির ভাঁজে
দুঃখ চোখের কোণে।
দুঃখ আমার আকাশ জুড়ে
মেঘের মতই ভাসে
দুঃখ আমার তেপান্তরের
মাঠের সবুজ ঘাসে।
দুঃখ আমার টিনের চালে
অঝোর ধারায় পড়ে
দুঃখ আমার চোখের জলে
বৃষ্টি হয়েই ঝরে।
দুঃখ আমার গান কবিতায়
দুঃখ আমার সুরে
দুঃখ আমার পাখির ডানায়
দল বেঁধে যায় উড়ে।
দুঃখ আমার অনেক আছে
দুঃখ নেবে তুমি?
না না গো না দুঃখ তো নয়
সুখ গুলো নাও চুমি।