সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের খেলা
।। মোশাররফ হোসাইন সাগর ।।
তারা যখন তাড়া দিলো আমরা গেলাম আমড়াবনে,
গাছের আমড়া মণে মণে খাবো ভাবছি মনে মনে।
কালবৈশাখী ঝড়ে ঝরে পড়লো গাছের সকল আম,
বরষাকালে ভরসা নেই তো খেতে পাবে কালো জাম।
*********************************
বাগানের গাছ থেকে ছিঁড়ে নিলাম কুড়িটা ফুলকুঁড়ি,
ঝুড়ি ভরে ঘরে রাখলাম, সুবাসে নাই কোনো জুড়ি।
কাজ নেই তাই করি ঘোরাঘুরি, আকাশে উড়াই ঘুড়ি।
ভুরি ভুরি খাবার খেয়ে অনেকে বাড়িয়ে তোলে ভুঁড়ি।
*********************************
সার্থক কিছু করতে হলে স্বার্থ দিতে হয় বলি,
দেশ গড়ার কাজে সাড়া দিয়ে সারাজীবন চলি।
পলাশঢাকা পাখিডাকা আমার-ই দেশ ভাইরে
হিংসা-বিদ্বেষমুক্ত একটা স্বদেশ আমি চাইরে।
********************************
পরে গেলে পড়ে যাবে পা পিছলে রাস্তা থেকে,
কালো মেঘ ডেকে সাদা আকাশট দিলো ঢেকে।
মালা গাঁথা কাব্যগাথা কখনো এক-ই বিষয় নয়,
সাড়ে তিনটা কলা খেয়ে ষাঁড়ে বলদকে গুঁতোয়।
*******************************
নদীর জলে বান ডেকেছে, উঠছে তাতে ঢেউ,
অগ্নিবাণ কারো প্রতি কভু মেরো নাকো কেউ।
স্বাদের খাবার খেতে সবার সাধ সবসময়-ই হয়.
ভালোবাসা আর ভালো বাসা কখনোই এক নয়।
********************************
বন্ধু, বেড়াতে তুমি এসে আমার সবুজ-শ্যামল গাঁয়,
সতেজ হাওয়া লাগিয়ে যাও তোমার-ই নিজের গায়।
ধন-সম্পদে সচ্ছল ও বড় বড় বিত্তবান হয়েছে যারা,
আয়-উপার্জনের ক্ষেত্রে অনেকে যে স্বচ্ছ নয় তারা।
_____________________
২৬. ১২. ২২