১৬২ বার পড়া হয়েছে
হে রমনী
মোঃ ইসহাক মিয়া
আধুনিকতার নামে একি বস্ত্র পরি,
অর্ধ উলঙ্গ পোশাকে ঘুর লোকালয়ে।
নগ্নতার কাঁদাতে যে খাচ্ছ গড়াগড়ি,
আছে কি হুঁশ তোমার, পণ্য যাচ্ছ হয়ে।
বেলাল্লাপনায় ডুবে বলো আধুনিক,
সত্যি কি তাই, কখনো ভাবছো কি হৃদে?
মোহেতে পরে ভুলেছ যে দিগবেদিক,
হেরি তোমাকে, মিটায় লোকে চক্ষু খিদে।
কোন ধর্মে আছে বলা অশালীন চলা?
তবে কেন চল তুমি এমনই ভাবে?
দরজা জানালা সব এক পার্ট খোলা।
তবে,ঘি ভাত শিয়াল কুকুরই খাবে।
হে রমনী তুমি, মণি-মুক্তর চেয়ে দামি।
খোদার জান্নাত থাকে মায়ের পা চুমি।
১ Comment
কৃতজ্ঞতা অশেষ