‘ভার্জিন পিল’- প্রতিক্রিয়া: শাহানা চৌধুরী
পৃথিবীতে আধুনিকতার পাশাপাশী নিত্য নতুন সমারাস্র, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, লিভ টুগেদার, সমকামী আর ও কত কি নতুন নতুন ফন্দি ফিকির করছে পৃথিবী জুড়ে ফন্দিবাজরা। এর মূলে রয়েছে অর্থ, এমাজন অদ্য মার্কেটে নিয়ে এসেছে ভার্জিন পদ্ধতি। বিয়ের পরে স্ত্রী সতীসাধবী ভার্জিন কিনা নব বুধকে ভার্জিন পিল খাওয়ালেই জানতে পারা যাবে নব বধু ভার্জিন না নন ভার্জিন।
এই পৃথিবী আজ অনেক দূর এগিয়েছে , নারী মহাকাশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের খেলা ধূলা, সাঁতার প্রতিযোগিতা, লংজাম, হাইজাম, সাইকেল রেস সব কিছুতেই নারী অংশ গ্রহন করতেছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের খেলা ধূলা যে সব নারী করে থাকেন তাদের বেশির ভাগ নারীরা ভার্জিন হারায়।
এই মতো অবস্থায় এমাজন ভার্জিন পিল বাজারজাত করে বিংশ শতাব্দীতে এসেও সেই দুইশত বৎসর পিছনের মন মানসিকতার পরিচয় দিল।
ভার্জিন পিল শুধু মহিলাদের জন্য প্রযোজ্য কেন?
পুরুষের জন্য নয় কেন?
একজন পুরুষের মনের খায়েস থাকে তার স্ত্রী ভার্জিন হবে সতী সাদ্ধি হবে, তেমনি একজন নারীও কামনা বাসনা থাকে তার স্বামী ও সৎ চরিত্রবান হবে, তার যে পুরুষের সাথে বিয়ে হবে সেই পুরুষ যেন ভার্জিন থাকে ।
যুগে যুগে নারীকে কেন এতো পরীক্ষা দিতে হবে?
কেনো নষ্ট চরিত্রের একজন পুরুষ স্বামীর জন্য তাকে সতী প্রমাণ করার জন্য ভার্জিন পিল খেতে হবে।
সকল নারীরা বর্জন করুন বিয়ের পর ভার্জিন পিল খাওয়া তাহলেই বাতিল হবে এই ভার্জিন পিল মার্কেটে আসার।
নারীকে ছোট করতে এই পুরুষ শাসিত সমাজে যুগে যুগে নানা কৌশল গ্রহণ করেছে। পুরুষ নিজে বিয়ের আগে মামাতো, চাচাতো, খালাতো বাজে নারী নানা ধরনের নারীদের সাথে শারীরিক সম্পর্ক করে, এক সময় অনেক বিচার বিশ্লষণ করে সতী/ভার্জিন একজন নারীকে বিবাহ করেতে চায়, তাতেও খান্ত হয় না; আরো চাই এখন মার্কেটে এসেছে ভার্জিন পিল আর যায় কোথায় আনন্দে আটখানা, নিজে কতো নারীকে ভোগ করে এখন তো সতী বউ পাবো ভার্জিন পিল আছে তো এমাজনের কাছে!
একসময় পিতলের প্যান্ট পরিধান করে তালা/লক লাগিয়ে রাখতে হতো নারীদের কোমরে। যাতে কোনো পুরুষ যৌন সঙ্গম করতে না পারে। সতীত্ব বজায় রাখার আরো কত রকমের তরিকা ছিল যুগে যুগে, যা শুধু নির্যাতনের নামন্তরই বলা যায়। মানুষ সভ্য হচ্ছে কিন্তু মানুষ হয়নি।
আমার মতে ভার্জিন পিল খেতে বলবে যে স্বামী বিয়ের পরে দরকার হলে ভার্জিন পিল না খেয়ে ঐ স্বামীকে বর্জন করা উচিৎ হবে, আমরা নারীরা আর কোন পরীক্ষা দিব না পুরুষের কাছে ।
মানুষ কোন ফেরেশতা নয়, ভুল ত্রুটি কম বেশী সকলেরই হয়, সে যে ধর্মের হোক। আর আল্লাহর কাছে খাশ নিয়তে ক্ষমা চাইলে আল্লাহ সোবহান আল্লাতায়ালা ক্ষমা করেদেন ।
একমাত্র আল্লার নির্দেশিত রাস্তায় চললেই আর কোন ভার্জিন পিল লাগবে না কোন নারী বা পুরুষের। এক মাত্র আল্লাহর নির্দেশিত পথে চললেই পৃথিবীতে শান্তি আসবে এর কোন বিকল্প নেই ।
আল্লাহতায়ালা পৃথিবীর সকল মানবকে হেদায়েত করুন আমীন ।
শাহানা চৌধুরী, ইতালি
১ Comment
very nice articles. congratulations.