মানুষ হতে চাই না আর।
মোঃ সেলিম হোসেন।
আমি মুর্খ অবোধ
নাই শ্রী মুখাবয়বের
পোশাকের শ্রী বিশ্রী ছিন্ন পদে পদে
নাই কদর আমি মুর্খ বলে।
ঐ তো চলছে শত সহস্র জন
সুললিত কণ্ঠে শুনি সুবচন
পোশাকের বাহারে ছিটকাচ্ছে
আধুনিক জ্ঞান বিজ্ঞানের ঝলক।
কেউ সাহেব সাজে কেউ আলেম সাজে
কতেক দেখ আদর্শ নেতা।
আহা কী সম্মান! কী কদর!
আধুনিক শিক্ষা, ধর্ম শিক্ষায় শিক্ষিত ওরা।
কতো সম্পদ কতো অর্থ ক্ষমতা নখদর্পনে
স্যার স্যার, হুজুর হুজুর, জ্বি জ্বি, হ্যাঁ ঠিক ঠিক
আহা কী প্রাপ্তি!
আমি মুর্খ, মুর্খতার চাপায় পিষ্ট হচ্ছি সর্বক্ষণ।
ঐ তো দেখো, শিক্ষিত বেশের সুবেশী
মুর্খের দল সাহেব, স্যার, হুজুর
দমে দমে সুকণ্ঠে করছে মিথ্যাচার,
ছলনার জাল ছড়িয়ে দেয় চারপাশে
নিত্য করে কলম চুরি
নিয়ম নীতির কলে ফেলে শোষণ করছে
নিরীহ মানুষ জন।
ওরা বলছে এক করছে আরেক
কথা দেয় ভুলে যায় সুযোগ পেলেই
কেড়ে নেয় অধিকার।
আমি মুর্খ। মুর্খতার কলে পিষ্ট হচ্ছি সর্বক্ষণ।
অবহেলিত আমি ঘৃণিত এই আধুনিক সমাজে,
আমার দোষ, আমি করি না মিথ্যাচার
ঠকি বই ঠকাই না
চুরির কৌশল রপ্ত করি না
পরশ্রীকাতরতা বুঝিনা বলে লোভ করিনা।
এমন অবোধ বলেই কারো কাছে
মানুষ হতে পারিনি।
অমানুষ হয়েই কেটে যাচ্ছে সময়
ঐসব আধুনিক শিক্ষিত মানুষের সাথে।
পরম শান্তিতে আছি বেঁচে অমানুষের দলে
আমি চাইনা আর মানুষ হতে।
১ Comment
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রতিবিম্ব প্রকাশনের প্রতি আমার কবিতা প্রকাশ করার জন্য