১৬৭ বার পড়া হয়েছে
দিগন্তের বনবাস
-মাইন উদ্দিন
জেদ্দা-সৌদী আরব
(১৭ জুলাই ২০২১)
আসবো না আর ফিরে
কোলাহল এই লোকারণ্য ভিড়ে
জনমানব সমারোহে, ভিড়বো না আর কোন তীরে
আজ স্বীয় প্রত্যাশার দাফন কোন এক সুনসান মাটির নীড়ে।
যা পেয়েছি যা দিয়েছি, হিসাব খাতা শূন্য
বাঁচার তরে বেঁচে থাকা, নয় কেউ আপনার জন্য
খানিক শংকায় সহস্র বিরক্তি, অল্পতে অসন্তুষ অল্পে ক্ষুণ্ণ
ফুটন্ত বাগিচায় আজ নিজেকে লাগে বড্ড অচেনা অরণ্য।
আর নয় কোন আবদার, নয় কোন আশ্বাস
মাটির হাঁড়ির মত ভেঙ্গে চুরমার আপন বিশ্বাস
চেয়েছি বাঁচার আশ, হয়েছে সর্বনাশ
তাই আজ হারাতে ইচ্ছে হয় দিগন্তের বনবাস।
৩ Comments
কৃতজ্ঞতা প্রকাশ,ধন্যবাদ একরাশ সম্পাদক মহোদয় কে আমার লেখাটি প্রকাশ করার জন্য।ইনশাআল্লাহ সকলের দোয়া ও ভালোবাসায় নিজেকে আরো বেশি তৈরি করার সুযোগ পাবো।
নতুন পৃথিবী গড়ার প্রত্যয়ে সাহিত্যের অবদান হোক চির অম্লান
দারুণ উপস্থাপন । পাঠে মুগ্ধ হলাম ।