মন ছুটে যায়
মনজুলা জাহান (মেরী)
আমি চাই যে যেতে হারিয়ে
দুর অজানার কোনো এক গাঁয়ে
যেথায় আমার ভালোবাসা আমার তরে প্রহর গুনে ।
মন ছুটে যায় সেথায় যেতে,
যেথায় মেঘলা আকাশ বাদল ঝরা,
শিউলিতলা পল্লিবালা,
আপন মনে আলতো হাতে
ভরেছে সুখে ফুলের ডালা ।
আমায় নেওনা সেথায়,
দুরের কোন গাঁয়ে,
যেথায় রাখাল বালক
বাজায় বাঁশি মনের সুখে
নদীর পাড়ে।
দেখবো আমি দুচোখ ভরে
দূর নীলিমায়
মনের সুখে পাখিরা সব ফিরছে নীড়ে।
সূর্য মামা আবির ছড়িয়ে
হারিয়ে যাবে মেঘের আড়ে ।
ডাহুক ডাকা সেই সে গাঁয়ে
ঝিঁঝিঁ ডাকা গহিন বনে,
অন্ধকারে জোনাকিরা সব ছড়াবে আলো ।
ইট পাথরের এই শহর ছেড়ে
আমার মন ছুটে যায় সেথায় যেতে
যেথায় আমার ভালোবাসা আমার তরে প্রহর গুনে ।
জানি ভালোবেসে প্রহর গুনার মতো কেউ নেই
তবুও লিখতে ইচ্ছে করলো
আমার এলোমেলো ইচ্ছেগুলো।