৩৪৯ বার পড়া হয়েছে
ভ্রমণ
লায়ন এইচ এম রফিকুল ইসলাম
প্রকৃতিই আসল শিক্ষালয়
ভ্রমণে জ্ঞান অর্জন হয়।
স্রষ্টার সৃষ্টি কত মহান
বুঝতে পারবে ঘুরলে জাহান।
ভ্রমণ যাহার নিত্য সঙ্গে,
মন ভরবে তার কথার রঙ্গে।
হরেক ভাষা ভিন্ন রীতি
অবাক হবে কথার গীতি।
ভ্রমণ ছাড়া বৃথা জীবন
চোখ থাকিতেও অন্ধ ভুবন।
নানান জাতি ভিন্নদেশ
সংস্কৃতিও দেখতে বেশ।
খাবার ম্যানুর নাইকো শেষ
পোকা, মাকড়, আমিষ, ভেজ।
দেখবে জগৎ ভরবে মন
এসো করি বিশ্ব ভ্রমণ।
১ Comment
congratulations