ভুক্তভোগী
নিলুফার জেসমীন রুমা
বদলে যাওয়া দিনের হাওয়ায় সবকিছুই বদলে যায়
দ্রুত বদলায় মানুষ আর মানুষের মন !
সহিষ্ণুতা সভ্যতা শালিনতা শব্দগুলো ধরে রাখা কখনো
কখনো দুস্কর নৈতিকতার কাছে।
দরজার চৌকাঠে বসে থাকা ছদ্মবেশী মানুষগুলো যখন
দানব হয়ে উঠে…
অবিবেচকের বিচারিক ক্ষমতাও যেখানে ঘোড়ার ডিমের মতো বিশাল এক শূন্যতায় ভাসে,
সেখানে স্বীকারোক্তি দূরের কথা, ভুল- শুদ্ধের বিশ্লেষণ
ব্যতিরেকে ভুলগুলোই মেকি পোশাকের মতো অমানুষের
শ্রী বৃদ্ধি করে।
অহংকার হিংসা লোভ প্রতিযোগিতা ও পরশ্রীকাতরতা
দৈনন্দিন জীবনের সাথে এখন যেনো এক সুতোয় গাঁথা
কোথায় নেই দলাদলি আর পক্ষপাতিত্ব ?
স্বার্থকে চরিতার্থ করার সুযোগ খুঁজে সুবিধাবাদী মন
বিবেকের দহন উবে যায় তাদের অট্টহাসির রসদে!
অযথাই শান্তনা শুনি লোকমুখে, ঠিক হয়ে যাবে
সব ঠিক হয়ে যাবে…
আসলে কোনো কিছুই আর আগের মতো হয় না
ভুক্তভোগী মানুষটাই কেবল কষ্টের ঘানি
বইতে বইতে পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে শিখে।।
১ Comment
Congratulations