১৪৯ বার পড়া হয়েছে
ভালোবাসার পরিবর্তন
উম্মে জহুরা
০৭/১০/২০২২ইং
ভালোবাসা পরিবর্তন হয় কেন,
জানো…?
অতিরিক্ত অবেলায়, তিক্ততায়!
মতের অমিলে।
চাওয়ার পাওয়ার মাঝে ভিন্নতায়।
ভালবাসতে হলে নিজেকে বদলাতে হবে।
হয় নিজের জন্য,
না হয় ভালোবাসার মানুষের জন্য।
তবে ভালবাসার ভিন্নতায় বিজয়ী হবে।
না হয় হেরে যেতে হবে।
নিয়তির কাছে, না হয় নিজের কাছে।