১৫০ বার পড়া হয়েছে
ভালোবাসার গহীনে
তসলিমা হাসান
তুমি- আমি অভিন্ন সত্তা
মতের মিল কিংবা অমিল সেটা স্বাভাবিক প্রক্রিয়া!
অহেতুক উপচে পড়া জলেই যতই হোক অনাসৃষ্টি।
বন্যার আশঙ্কায় ক্রমশ জল বৃদ্ধি!
কুলহারা মানুষগুলো আশ্রয় খোঁজে নিরাপদ আধারে।
আমিও তেমনি আশ্রয় খুঁজি
তোমার ভালোবাসার গহীনে!
যা আমার বসত ভিটা।
তসলিমা হাসান
কানাডা, ০১-০৪-২০২৩
১ Comment
বাহ্ সুন্দর।শুধুই মুগ্ধতা।চলুক!