৬৫ বার পড়া হয়েছে
ভালোবাসা
তারা মাহাত
জীবন থেমে থাকে না আজীবন, বাঁচা র সুখ
নাবলা, কথা সব ঠিক রামধনু হতে পারি
কিন্তু ভিতরে আমার ভালোমানুষ মনটা কাঁদে
একবুক আশা আর সোহাগ জল মিলে মিশে
ধ্যাৎ-তেরি তারপর, ঘর, সংসার পাওয়া না পাওয়ার,
হিসেবে, মিলে গেলে, শান্তি না মিলে গেলে
সোহাগ জল শুকিয়ে ডিভোর্স এর কাঠ গড়ায়, মরুভূমি।
তবে তোমার চোখের দিকে তাকিয়ে,আজ আমি অপেক্ষা-ই
আমার অবুঝ ভালবাসা, পড়ন্ত বেলায় তোমার,
দেখতে আসা মিষ্টি র প্যাকেট।
পশ্চিমবঙ্গ। ভারত।